আরিফুল ইসলাম শামিমঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পৌরসভাসহ সবকটি ইউনিয়নে আগামীকাল (৫ই ফেব্রুয়ারী) শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছেন সোনারগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি সোনারগাঁ জোনের জেনারেল ম্যানেজার জোনাব আলী।
সোনারগাঁ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার জোনাব আলী জানান, আগামীকাল শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিদ্যুৎ গ্রিডে রক্ষনাবেক্ষন কাজের জন্য সোনারগাঁ উপজেলার পৌরসভাসহ সবকটি ইউনিয়নে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এজন্য আজ বৃহস্পতিবার সকাল থেকে পৌরসভাসহ সবকটি ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাইকিং করে বিদ্যুৎ ব্যবহারকারীদের জানিয়ে দেয়া হয়েছে।
এসময় যাতে কেউ বিদ্যুৎতের কোন প্রকার মেরামত কাজ না করে সেজন্যও সর্তক করে দেওয়া হয়েছে। কারণ যে কোন সময় তাদের বিদ্যুৎ চলে আসতে পারে। এতে যে কোন প্রকার বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। তিনি সাময়িকসমস্যার জন্য সোনারগাবাসীর কাছে আন্তরিক ভাবে দু:খ প্রকাশ করেন।
Leave a Reply