আরিফুল ইসলাম শামিমঃ মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ফুলদি নদীতে স্থায়ী অবকাঠামো স্থাপন করে মাছ ধরার অপরাধে মিনার হোসেন (৫০) নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম ইমাম রাজী টুলু এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। মিনার হোসেন উপজেলার গোসাইরচর গ্রামের আরফত আলী মোল্লা ছেলে।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম ইমাম রাজী টুলু জানান, নদীতে বাঁধ দিয়ে মাছ ধরা অপরাধ। তিনি বলেন অভিযোগ পাওয়ার পর ফুলদি নদীতে অভিযান চালানো হয়। সেখানে গিয়ে দেখা যায় স্থায়ী অবকাঠামো (কাঠা ফিশারি) স্থাপন করে মাছ শিকার করা হচ্ছে। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনের ৫(১) ধারায় মিনার হোসেন নামের ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে ৫হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।
উক্ত অভিযান ও ভ্রাম্যমাণ আদালতে সহযোগিতা করেন গজারিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা আসলাম হোসেন শেখ, কোস্ট গার্ডের কন্টিজেন্ট কমান্ডার এম এম কাদের প্রমুখ।
Leave a Reply