জাহিদ হাসান জিহাদঃ পুলিশ জনগণের বন্ধু। সুতরাং বন্ধু হয়ে তাদের পাশে থেকে তাদের সেবক হয়ে কাজ করতে চাই।জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক, জুয়া, বাল্যবিবাহ, ইভটিজিং সহ যেকোন ধরনের অপরাধের বিষয়ে সোচ্চার গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। বঙ্গবন্ধুর আদর্শে গড়া এ দেশে পুলিশ কখনোই শোষক হতে পারবে না, আমাদের কে সেবক হতে হবে।সুতরাং এসব বিষয়ে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন। তাহলে পুলিশের পক্ষে সেবা দেওয়াটা সহজ হবে।
সোমবার বিকালে গাজীপুর মহানগরের ৩৫ নম্বর ওয়ার্ড বিট পুলিশিং কার্যক্রমের অগ্রগতিমূলক সভায় প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি ডঃ মইনুর রহমান চৌধুরী বিপিএম।গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ লুৎফুল কবির বিপিএম,অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ বরকতুল্লাহ খান,উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইলতুতমিশ,সহকারী পুলিশ কমিশনার আহসানুল হক, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মহিউদ্দিন মহি, জিএমপীর গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন, মহানগর আওয়ামী লীগের সদস্য এস এম শামীম আহমেদ, মহানগর কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লিটন মোল্লা ৩৫ নং বিট পুলিশের সাধারন সম্পাদক মোঃ বাবুল মন্ডল সহ আরো অনেকে।
Leave a Reply