গাজী আসাদুজ্জামান রাকিবঃ নোয়াখালীতে সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির হত্যার প্রতিবাদে বাকেরগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৪ ফ্রেবুয়ারী বিকাল ৪ টায় (বুধবার) বাকেরগঞ্জ প্রেসক্লাব ও সাংবাদিক নির্যাতন কমিটির উদ্যোগে বাকেরগঞ্জ টু পটুয়াখালী মহাসড়ক বাসস্ট্যান্ডে মানববন্ধন ও বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাকেরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আল আমিন মিরাজের সভাপতিত্বে এবং দৈনিক সময়ের দক্ষিণঞ্চল অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক ও প্রকাশক জিয়াউল হক আকন এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সেলিম, এশিয়ান টিভির বাকেরগঞ্জ প্রতিনিধি উত্তম, ইতেফাক পত্রিকার বাকেরগঞ্জ প্রতিনিধি গোলাম মোস্তফা, যুগান্তর পত্রিকার বাকেরগঞ্জ প্রতিনিধি জুয়েল তালুকদার,সাংবাদিক অরুণ দাস, একাত্তর টিভির বাকেরগঞ্জ প্রতিনিধি দীন মোহাম্মদ দীনু, পরিবর্তন পত্রিকার বাকেরগঞ্জ প্রতিনিধি পলাশ হাওলাদার, মানববন্ধন সমাবেশে উপস্থিত ছিলেন বাংলা টিভির বাকেরগঞ্জ প্রতিনিধি ও সুবর্ণ টিভির পরিচালক এস এম পলাশ, সাংবাদিক জুয়েল মৃধা,এম টিভির পরিচালক গাজী মোশারেফ হোসেন, মুক্ত খবর পত্রিকার বাকেরগঞ্জ প্রতিনিধি জাহিদুল ইসলাম মনির, সাংবাদিক রিয়াজ, আলোকিত বরিশাল পত্রিকার বাকেরগঞ্জ প্রতিনিধি রিয়াজ হাওলাদার, বাংলাদেশ সংবাদ পত্রিকার রিপোর্টার গাজী আসাদুজ্জামান রাকিব, দক্ষিণের মুখ পত্রিকার বাকেরগঞ্জ প্রতিনিধি জহিরুল হক জহির, সাংবাদিক আমির সহ ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এ সময় বক্তারা বলেন, তরুন সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির সাংবাদিক জগতে একজন উদীয়মান প্রদীপ ছিল। একজন সাংবাদিককে হত্যা করে আমাদের কলমকে থামানো যাবেনা। আমরা অনতিবিলম্বে সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির হত্যাকারীদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি। এছাড়াও সারাদেশে হত্যা-গুম, খুন ও নির্যাতনের শিকার সকল সাংবাদিকদের ন্যায় বিচার প্রতিষ্ঠায় সরকারকে কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বান জানান। উল্লেখ্য, গত শুক্রবার ১৯ ফেব্রুয়ারী বিকেল ৫টায় উপজেলার চরফকিরা ইউনিয়নের চাপরাশীরহাট বাজারের তরকারি বাজারের সামনে দু’গ্রুপের সংঘর্ষ চলাকালে সংঘর্ষের চিত্রধারনের সময় গুলিবিদ্ধ হয় সাংবাদিক মুজাক্কির। শনিবার ২০ ফেব্রুয়ারী রাত সাড়ে ১০টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত বোরহান উদ্দিন মুজাক্কির দৈনিক বাংলাদেশ সমাচার ও অনলাইন পোর্টাল বার্তা বাজারের প্রতিনিধি ছিলেন। তিনি উপজেলার চরফকিরা ইউনিয়নের নোয়াব আলী মাস্টারের ছেলে। নোয়াখালী সরকারি কলেজ থেকে সম্প্রতি রাষ্ট্র বিজ্ঞানে মাস্টার্স শেষ করেন সাংবাদিকতায় যুক্ত হন মুজ্জাকির।
Leave a Reply