আরিফুল ইসলাম শামিমঃ বাকেরগঞ্জ উপজেলার ১১নং ভরপাশা ইউনিয়নের কৃষ্ণকাঠি গ্রামের ২নং ওয়ার্ডের মৃত্যু নূর মোহাম্মদ বিশ্বাস এর পুত্র মুক্তিযোদ্ধা কুদ্দুস আলী বিশ্বাস ৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেল ৪ টায় তার নিজ বাড়িতে প্রতিবেশী মোঃ আনোয়ার বাহিনীর হাত থেকে ভিটেমাটি রক্ষা করতে সংবাদ সম্মেলন করেন।
মুক্তিযোদ্ধা কুদ্দুস আলী বিশ্বাস সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, আমাদের সাথে প্রতিবেশি আনোয়ার হোসেন হাওলাদারের সাথে জমি-জমা নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় বড় কৃষ্ণকাঠি মৌজায়- ৩০০০,৯০৫৪,৯০৫৮,৩৭১০ নং খতিয়ানের ১ একর ৮ শতাংশ ভোগদখলীয় ক্রয়কৃত জমিতে ২৯ জানুয়ারি বৃহষ্পতিবার দুপুর ১২ টার দিকে ভূমিদস্যু মোঃ আনোয়ার হোসেন হাং (৪০) পিতা মৃত্যু ইসমাঈল হাং, রেহেনা বেগম (৩৫) স্বামীঃ আনোয়ার হাং, সোহাগ সিকদার (২৩) সহ এক দল ভাড়াটে সন্ত্রাসী নিয়ে জোরপূর্বক মাটি কেটে একটি কাঠের ঘর উত্তোলন করার চেষ্টা চালায়। এ ঘটনা স্থানী লোকজন দেখতে পেয়ে অামাকে ও রাজ্জাক বিশ্বাসকে ফোন করে এমন ঘটনার খবর পেয়ে অামি ও রাজ্জাক বিশ্বাস তাৎক্ষনিক ভাবে ঘটনাস্থলে এসে তাদের তান্ডবে বাধা প্রদান করলে ঐ ভূমিদস্যুরা সন্ত্রাসীরা গালি-গালাজ সহ দেশিও অস্র দেখিয়ে প্রাণনাশের হুমকি দেয়। এমনকি তাদের উপর অতর্কিত হামলা চালানোরও চেষ্টা করে। ঘটনাস্থল থেকে তাৎক্ষণিক বাকেরগঞ্জ থানায় গিয়ে লেখিত অভিযোগ দায়ের করি। অভিযোগ দায়েরের পরে পুলিশ ঘটনা স্থলে আসিলে ভূমিদস্যু আনোয়ার হাং পূর্ব সংবাদ পেয়ে তার ভাড়াটে সন্ত্রাসী নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে ভূমিদস্যু আনোয়ার হাং অামি সহ কুদ্দুস আলী বিশ্বাস ও অামার ছেলে রুবেল বিশ্বাস এর বিরুদ্ধে বাকেরগঞ্জ থানায় ঘর ভাঙ্গচুরের মিথ্যা অভিযোগ দায়ের করে। উভয় পক্ষের পৃথক পৃথক অভিযোগের ভিত্তিতে থানা পুলিশ উভয় পক্ষের মধ্যে সালিশ বৈঠকের দিন ধার্য্য করেন। তারিখ মোতাবেক আমরা থানায় হাজির হলেও ভূমিদস্যু আনোয়ার গংদের দেখা মেলেনি বলে জানান তিনি।
মুক্তিযোদ্ধা কুদ্দুস আলী বিশ্বাস সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে প্রভাবশালী ভূমিদস্যুদের কবল থেকে রক্ষা পেতে প্রশাসনের উর্দ্ধোতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন।
Leave a Reply