জাহিদ হাসান জিহাদঃ স্বাধীনতার ৫০ বছর পূর্তি সুবর্ণ জয়ন্তীতে গাজীপুর মহানগরসহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা মোঃ মতিউর রহমান মতি।
শুভেচ্ছা জানানোর পাশাপাশি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,তার পরিবার ও ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে শহীদ হওয়া সকলের আত্মার মাগফেরাত কামনা করে বিনম্র শ্রদ্ধা জানান তিনি।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে জননেতা মোঃ মতিউর রহমান মতি বলেন-বঙ্গবন্ধুর জন্ম না হলে এ দেশ স্বাধীন হতো না।যার সুগঠিত নেতৃত্বের মাধ্যমে এ দেশ স্বাধীন হয়েছে।বাংলাদেশের অপর নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।মুক্তিযুদ্ধের ইতিহাস এবং দেশের প্রতি বঙ্গবন্ধুর অবদান প্রজন্ম থেকে প্রজন্মে এই ইতিহাস পৌঁছে দিতে হবে।নতুন প্রজন্মকে জানাতে হবে মুক্তিযুদ্ধের ইতিহাস কেউ যাতে ইতিহাসকে বিকৃত করতে না পারে সেই বিষয়টি আমাদের গভীরভাবে লক্ষ্য করতে হবে,সচেতন থাকতে হবে।স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে স্বাধীনতার চেতনা ধারণ করে সকলকে মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে বলে তিনি জানান
Leave a Reply